গোসল করতে গিয়ে নিখোঁজ, ৪ঘন্টা পর লাশ উদ্ধার
13 November 2019, 22:13

কমলগঞ্জ: মৌলভীবাজাররে কমলগঞ্জের শমশেরনগর চা বাগান লেকে বুধবার বিকাল সাড়ে ৪টায় গোসলে নেমেছিল চা শ্রমিক সন্তান জীবন মাদ্রাজি (১৬)।
সে শমশেরনগর চা বাগানের বুলাইয়া মাদ্রাজির ছেলে। ৪ বন্ধু এক সাতে গোসলে নামলেও ৩ বন্ধু লেক থেকে উঠে আসলে নিখোঁজ ছিল জীবন মাদ্রাজি। ঘটনার পর থেকে চা শ্রমিকরা লেকে নেমে খোঁজেও জীবনকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যার পর কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ দল আসলে সিলেট থেকে ডুবুরি আসার অপেক্ষায় ছিল তারা।
পরে চা শ্রমিকরা মাছ ধরার টানা জাল টেনে সন্ধ্যা সাড়ে ৭টায় নিখোঁজ জীবনের লাশ উদ্ধার করে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী লেকে গোসলে নেমে নিখোঁজ ও ৩ ঘন্টা পর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।