বিয়ানীবাজারের চারখাই থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
02 December 2019, 16:59

নিজস্ব প্রতিবেদক :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট ক্যাম্পে আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃতে সিলেট জেলার বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৯।
সোমবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার চারখাই বাজার থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত আসামী গোয়াইনঘাটের ইসলামপুরের মো. আব্দুল লতিফের ছেলে মো. খলিলুর রহমান (৩০), একই উপজেলার আলমনগরের মো. ফরিদ মিয়ার ছেলে রিপন (২৪)।
আটককৃত আসামীদেরকে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।